ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই শহিদ দিবসের (Martyrs’ Day) প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই ঐতিহাসিক কর্মসূচির প্রচার শুরু করেছে শাসক দল। বদলে ফেলা হয়েছে তৃণমূলের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলের কভার ফটো। তৃণমূল যুব কংগ্রেসের (TMC Youth Congress) তরফে যে ছবি সামনে আনা হয়েছে, তাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্য ছবি ছাড়াও রয়েছে ২১ জুলাইয়ের সেই স্মরণীয় দিনের ঝলক। পাশে বড় করে লেখা— ‘ধর্মতলা চলো’ (Dharmatala Cholo)। রাজনৈতিক মহলের ধারণা, এবার দলের শহিদ দিবসের সব পোস্টার ও ব্যানারে এই ছবিই ব্যবহার করা হবে।
দলের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিবারের মতো এবারও রাজ্য কমিটির নির্ধারিত ডিজাইন মেনেই ব্যানার, পোস্টার তৈরি করতে হবে। ব্যক্তিগত নামে কোনও ব্যানার করা যাবে না। সব ব্যানার-ই হবে দলীয় কমিটির নামে।
আরও পড়ুনঃ তৃণমূল মন্ত্রীর স্বামীর উপর হামলার অভিযোগ, বিজেপি নেতার নাম অভিযোগে
এদিন, শহিদ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুরে (Bhowanipore) দলের রাজ্য সভাপতির (State President) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সুব্রত বক্সি (Subrata Bakshi) এই বৈঠকে উপস্থিত সমস্ত জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, উত্তর কলকাতা এবং বীরভূম জেলার কোর কমিটির সদস্য, তৃণমূলের সিনিয়র নেতাদের (Senior Leaders) সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সূত্রের খবর, ওই বৈঠকে কর্মীদের থাকার ব্যবস্থা, হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) স্টেশনে বিশেষ ক্যাম্প, এবং স্বাস্থ্য পরিষেবা নিয়েও চূড়ান্ত পরিকল্পনা হবে।
প্রতিবারের মতো এবারও সল্টলেক স্টেডিয়াম (Salt Lake Stadium), গীতাঞ্জলি স্টেডিয়াম (Geetanjali Stadium), নেতাজি ইন্ডোর (Netaji Indoor) এবং উত্তর কলকাতার (North Kolkata) একাধিক ধর্মশালা ও কমিউনিটি হলে কর্মীদের থাকার ব্যবস্থা করা হবে। স্টেশন থেকে কর্মীদের অস্থায়ী কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থাও থাকবে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রচারের রূপরেখা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ফলে এবারের শহিদ দিবসের মঞ্চ যে আরও বেশি তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।