ডিজিটাল ডেস্কঃ ভরা বাজারে রীতিমতো চাঞ্চল্য! খোদ রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রীর (Jyotsna Mandi) স্বামী তুহিন মান্ডির (Tuhin Mandi) উপর বেধড়ক হামলার অভিযোগ উঠল। শুক্রবার রাতে বাঁকুড়ার (Bankura) খাতড়া (Khatra) শহরের ব্যস্ত দাসের মোড় (Daser More) এলাকায় ঘটে এই ঘটনা। অভিযুক্তের তালিকায় নাম উঠেছে স্থানীয় বিজেপি (BJP) নেতা শান্তনু সিংহের (Shantanu Singh) এবং তাঁর সহযোগীদের।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ খাতড়ার করালি মোড় হয়ে দাসের মোড় এলাকায় গিয়েছিলেন তুহিন মান্ডি। অভিযোগ, সেখানেই শান্তনু সিংহের নেতৃত্বে প্রায় ১৫-১৬ জন বিজেপি কর্মী তাঁকে ঘিরে ফেলে এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনার পরেই স্থানীয় তৃণমূল (TMC) কর্মীরা এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তুহিন মান্ডিকে উদ্ধার করেন। তাঁকে খাতড়া মহকুমা হাসপাতালে (Khatra Sub-divisional Hospital) নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে জানা যায়, তুহিন মান্ডির হাতে এবং পিঠে গুরুতর চোট লেগেছে। ইতিমধ্যে এক্স-রে রিপোর্টও করা হয়েছে।
আরও পড়ুনঃ মহেশতলা অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ অভিষেকের
এই ঘটনার পরেই রাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তুহিন মান্ডি। অভিযোগের আঙুল সরাসরি বিজেপি নেতা শান্তনু সিংহের দিকে। পুলিশের তরফে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন, “আমার স্বামী কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি একজন সরকারি কর্মী। বিজেপির দুষ্কৃতীরা পরিকল্পনা করেই আমাকে টার্গেট করতে আমার স্বামীর উপর হামলা চালিয়েছে। শান্তনু সিংহের নেতৃত্বে খাতড়ায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি।”
এদিকে বিজেপির বাঁকুড়া (Bankura) সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chattopadhyay) অভিযোগ অস্বীকার করে পাল্টা বলেন, “আমাদের দলের কর্মীরা ঘটনাস্থলে ছিল ঠিকই, তবে তারা কারও উপর হামলা করেনি। তৃণমূল আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা।”
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই খাতড়া জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।