ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই, ১৯৯৩—বাংলার রাজনৈতিক ইতিহাসের এক বিভীষিকাময় দিন। আর সেই ঘটনাই হয়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ওই দিন যুব কংগ্রেসের (Youth Congress) নেতৃত্বে Writers’ Buildings অভিযানের ডাক দিয়েছিলেন মমতা। সেই মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ জন কর্মীর। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে।
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, বদল তৃণমূলের সোশ্যাল মিডিয়া কভার
পরবর্তীতে এই ১৩ জন শহীদের স্মৃতিকে ঘিরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর ২১ জুলাই পালন করে আসছেন শহীদ দিবস (Martyrs’ Day) হিসেবে। এদিন ধর্মতলা (Dharmatala)-য় বিশাল সমাবেশ হয়, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমবেত হন। ক্ষমতায় আসার পর এই দিনটি তৃণমূল কংগ্রেসের (TMC) অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ১৯৯৩ সালের এই ঘটনার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে ২১ জুলাই। প্রতিবাদ, শহীদদের স্মরণ এবং দলীয় শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে এই দিনটি আজও তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।