তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করলো দল।গতকালই বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক ছিলেন হুমায়ুন কবীর। গৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের নিয়েও অভিযোগ করেন তিনি।
আবাস যোজনার সার্ভের সময় দুই তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ
ফিরহাদ হাকিম এবং কল্যান বন্দ্যোপাধ্যায়কে নিয়েও অভিযোগ তোলেন হুমায়ুন কবীর।এমনকি নিজের প্রাননাশের আশঙ্কাও সংবাদমাধ্যমের কাছে করেন হুময়াুন কবীর।২৪ ঘন্টার মধ্যে হুমায়ুন কবীরকে শোকজ নোটিস পাঠালো দলের শৃঙ্খলারক্ষা কমিটি।বুধবার বিধানসভায় হুমায়ুন কবীর শোকজ প্রসঙ্গে বলেন,শৃঙ্খলারক্ষা কমিটির অধিকার রয়েছে শোকজ করার।তিনি নির্দিষ্ট সময়ে শোকজের জবাব পাঠিয়ে দেবেন বলে এদিন বলেন বিধায়ক হুমায়ুন কবীর।