নিউজ ডেস্ক, ০২ এপ্রিল : উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ৬১-র একটি শপিং মলের স্পা-এ অভিযান চালিয়ে মধুচক্রর পর্দা ফাঁস করল পুলিশ। এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ১৪ জন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শপিংমলের ভেতরে স্পা-য়ের আড়ালে তার মালিক এবং ম্যানেজার দুজনে মিলে সেখানে মধুচক্রের আসর বসাতেন৷
দীর্ঘদিন ধরেই রমরমিয়ে সেটি চলে আসছিল কিন্তু সাধারন মানুষ শপিংমলে কারণে তা আন্দাজ করতে পারছিলেন না। অবশেষে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেই শপিংমলের ভেতরে স্পা-তে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই স্পা-য়ের মালিক, ম্যানেজার সহ সাতজনকে৷ এছাড়াও ১৪ জন মহিলাকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার আর সিং জানিয়েছেন, শপিং মলের স্পা-য়ের আড়ালে মধুচক্র চলছিল রমরমিয়ে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। হাতেনাতে গ্রেপ্তার করা হয় মালিক, ম্যানেজার, গ্রাহক সহ সাতজনকে। মধুচক্রের আসর থেকে মাদকও পাওয়া গিয়েছে। এঘটনায় ১৪ জন মহিলাকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।