নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১২ অক্টোবর : রবিবার রাতে এক পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিল্পীনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত ব্যাক্তির নাম দিপক রায়। সে স্থানীয় শিল্পীনগর এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার রাত ১১টা নাগাদ ওই ব্যাক্তি কাজ থেকে বাড়ী ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় কলকাতা থেকে শিলিগুড়ি গামী একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ৷ ঘটনায় গুরুতর জখম হন ওই ব্যাক্তি। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আহত ব্যাক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। ঘটনার জেরে ক্ষতিপূরণের দাবীতে স্থানীয় বাসিন্দারা প্রায় ত্রিশ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে রায়গঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক পিকআপ ভ্যানের চালক ও খালাসি৷ ঘাতক গাড়িটিকে উদ্ধার করে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।