কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন দিয়ে যেতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া এলাকায়

চোপড়া , ২৩ আগস্ট : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার কিশোরের। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়া থানার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগছ এলাকায়। ধুমডাঙ্গি রেলস্টেশনের কাছে এই চার কিশাের মােবাইলে গেম খেলতে খেলতে রেললাইন ধরে বাড়ি ফিরছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সেই সময় পিছন থেকে আগরতলা-দেওঘর ডাউন ( ৫৬২৬ ) ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম রাহুল সিংহ, প্রশান্ত সিংহ, রাজেশ সিংহ এবং সৌরভ সিংহ। তাদের প্রত্যেকের বাড়ি হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগছ গ্রামে। চার কিশোরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে এসেছে। তদন্তের ব্যাপারে রাতেই ঘটনাস্থলে আসেন রেল পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিকে হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবিনা টুডু বলেন, খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গ্রামের চার কিশোর ছেলের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে৷ সকলেই শোকস্তব্ধ। স্থানীয় সূত্রে খবর ওই চার কিশোর রেল লাইন ধরে মোবাইলে গেম খেলছিল। তাতেই এই দুর্ঘটনা ঘটে। মৃত প্রশান্ত সিংহের দাদা আনন্দ সিং বলেন, ঘটনা তারা নিজে চোখে দেখিনি। তবে যেটুকু শুনেছেন কেউ বলেছেন মোবাইলের হেড ফোনে গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে বাড়ি আসছিল। কেউ বলেছেন কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিল। কিন্তু যেকারণেই হোক তার ভাই সহ গ্রামের চার তরতাজা ছেলে অকালে চলে গেল।’ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোমবার এলাকায় গিয়ে দেখা গেল শোকস্তব্ধ গোটা গ্রাম।

 

Next Post

হলমার্ক প্রথার প্রতিবাদে রায়গঞ্জে বন্ধ সোনার দোকান, বিক্ষোভ স্বর্ণ ব্যবসায়ীদের

Mon Aug 23 , 2021
রায়গঞ্জ , ২৩ আগস্ট : স্বর্ণ শিল্পে পুরোপুরি ভাবে চালু হচ্ছে হলমার্ক প্রথা। এবারে এনিয়ে আন্দোলনে নামল স্বর্ণ ব্যবসায়ীরা৷ সোমবার সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার সমস্ত সোনার দোকান বন্ধ ছিল। আন্দোলনকারী স্বর্ণ ব্যবসায়ীদের বক্তব্য, গ্রাহকেরা যাতে খাঁটি বিশুদ্ধ সোনা গয়না পায় সেই চেষ্টাই তারা করেন অথচ কেন্দ্রীয় হলমার্ক প্রথা […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম