
চোপড়া, ৫ জুলাই : নোংরা ফেলা নিয়ে বচসার জেরে ভাইপোর হাতে খুন হল কাকা। রবিবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার সোনাপুর বাজার এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুনীল সিংহ। বহুদিন ধরেই পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে গন্ডগোল বেঁধেই থাকত।
রবিবার নোংরা ফেলা নিয়ে ভাইপো মিঠু সিংহের সঙ্গে বচসা বাঁধে কাকা সুনীল সিংহের। বচসা চলাকালীন হঠাৎই কাকার ওপরে ভাইপো ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। ছুরির আঘাতে ঘটনাস্থলেই গুরুতর জখম হয় কাকা সুনীল সিংহের। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরেক কাকা অশোক সিংহ বলেন, বহুদিন ধরে ভাইপো মিঠু সিংহের সঙ্গে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে একটা গন্ডগোল ছিলই। পৈত্রিক সব সম্পত্তি সে নিজের বলে দাবী করে আসত। এই নিয়ে প্রায়শই তার ভাই সুনীল সিংহের সাথে গন্ডগোল হত। এদিন নোংরা ফেলা নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। দীর্ঘক্ষণ ধরেই এই বচসা চলছিল। সেসময় আচমকাই তার ভাই সুনীলকে ছুরি দিয়ে কোপ মারে ভাইপো মিঠু। গুরুতর জখম হয় তার ভাই। এই ঘটনায় ভাইপো মিঠু সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। খবর পেয়ে পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে।
এই ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ভাইপো মিঠু সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও খবর পড়ুন : জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে
