নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ৩০ নভেম্বর : শৌচালয় তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ আটকে দিলেন উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সোনাবান্দ গ্রামে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, নিম্নমানের কাজের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি।
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সোনাবান্দা গ্রামের বাসিন্দা লালবানু খাতুন এবং জহরা খাতুন স্বচ্ছভারত অভিযান প্রকল্পে শৌচালয় নির্মাণ করার জন্য ঠিকাদারি সংস্থাকে বরাত দেয়। অভিযোগ, নির্মান কাজে ইট বালি পাথর এবং সিমেন্ট সহ যে নির্মান সামগ্রী ব্যবহার করা হচ্ছে তার গুনগত মান অত্যন্ত নিম্ন। মানা হচ্ছে না শৌচালয় তৈরির নিয়ম। পাশপাশি উপভোক্তা দের কাছ থেকে টাকা চাওয়ারও অভিযোগ উঠেছে নির্মানকারি সংস্থার বিরুদ্ধে। উপভোক্তাদের অভিযোগ, নির্মান সামগ্রী নিম্নমানের হওয়ায় আগামীতে শৌচালয় ভেঙে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। তাই তারা কাজ বন্ধ করে দিয়েছেন।
বিজেপির ২২ নং হেমতাবাদ মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে এলাকায় যান। প্রশান্তবাবু বলেন, তৃনমূল কংগ্রেস নেতারা কোনোও কাজই কাটমানি ছাড়া করতে পারেন না। সামান্য টাকার কাজেও নেতারা কাটমানি নিচ্ছেন যে কারণে ঠিকাদারি সংস্থা সঠিকভাবে নির্মান কাজ করতে পারছেন না। বিষয়টি তিনি ব্লক প্রশাসনের নজরে আনবেন। তৃনমূল কংগ্রেস পরিচালিত হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ন চন্দ্র দাস জানিয়েছেন, নিম্নমানের কাজের অভিযোগ তিনি পেয়েছেন। তাকে না জানিয়েই এলাকায় শৌচাগার নির্মানের কাজ শুরু হয়েছে। তাই তিনি বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনবেন এবং কাজটি যাতে ভালো মতো হয় সেদিকেও খেয়াল রাখবেন।