ইটাহার, ২৩ জুন : ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ, অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নতুন পে কমিশনের সুবিধা প্রদান, সকল ছাত্র ছাত্রীদের মিড-ডে-মিল সহ জামা, জুতো সময় মতো প্রদান
বি-এড ট্রেনিং প্রাপ্ত নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন বৈষম্য দূরীকরণ, প্রাথমিক বিদ্যালয় গুলির পরিকাঠামোর উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হলো ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক অপর্না মন্ডলের কাছে। বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইটাহার চক্রের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি এদিন ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক অপর্না মন্ডলকে পুষ্প স্তবক দিয়ে সৌজন্য সাক্ষাত করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের ইটাহার চক্র সভাপতি আজহারুল ইসলাম, মানিক ঘোষ, সাইরুল হক, মিঠু সরকার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচীতে।
আরও খবর পড়ুন: ভুয়ো করোনা টীকাকরণ ক্যাম্প। জালিয়াতির শিকার খোদ সাংসদ