ইটাহার, ৫ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে রুখলো চাইল্ড লাইন ও ইটাহার ব্লক এবং পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গুলন্দর ২ নং গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে।
জানা যায়, মুকুন্দ পুর গ্রামের বাসিন্দা সামসূল মহম্মদ তার নাবালিকা মেয়ের সঙ্গে মালদা জেলার চাঁচোল থানার আশাপুর গ্রামের যুবকের বিয়ে ঠিক করে। শুক্রবার তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়। সেমতো প্রস্তুতিও চলছিল জোরকদমে।এরপর এদিন বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইন, ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে মুকুন্দপুর গ্রামে গিয়ে নাবালিকার বিয়ে আটকে দেয় এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার জন্য প্রশাসনের কাছে মুচলেকা দেন নাবালিকা পরিবারের সদস্যরা। ইটাহার ব্লক আধিকারিক সমিত পাল, জেলা চাইল্ড লাইন সদস্য জয়ন্ত রায়, ইটাহার থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন।
আরও খবর পড়ুন : বন্যা দেখতে গিয়ে অথৈই জলে বিকল স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিডবোট