নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ অক্টোবর : দুর্গাপুজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিধায়ক অমল আচার্য্যের উদ্দ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হল ইটাহারে। মঙ্গলবার থেকে থেকে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলে বস্ত্র বিতরন শুরু করেছেন বিধায়ক অমল আচার্য্য। মঙ্গলবার ইটাহার সদর চৌরাস্তা এলাকায় শিবির করে ইটাহার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন তিনি।
দুঃস্থ মানুষদের মধ্যে দুর্গাপুজো উপলক্ষে নতুন শাড়ি, লুঙ্গি, ধুতি, শিশু দের জামা কাপড় তুলে দেন বিধায়ক অমল আচার্য্য। অপরদিকে বুধবার ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার বস্ত্র বিতরণ করা হয় বিধায়ক অমল আচার্য্যের উদ্দ্যোগে। এদিনও দুঃস্থ মানুষদের মধ্যে দুর্গাপুজো উপলক্ষ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত গাঙ্গুলী, ব্লক তৃণমূল চেয়ারম্যান নাজমূল হুসেন, জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আসলাম আলি, ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী পম্পা চৌধুরী, ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অশোক দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক অমল আচার্য্য বলেন, প্রতিবছর দুর্গাপূজা ও ঈদের উৎসবে দুঃস্থ পরিবার গুলোকে নতুন বস্ত্র বিতরণ করা হয় বিধায়ক তহবিল থেকে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হবে। সেকারণেই ব্লকের ১২ টি অঞ্জলে দুই দিন ধরে শিবিরের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলিকে নতুন বস্ত দেওয়া হচ্ছে ছাত্র,যুব, মাদার, মহিলা তৃনমূল কংগ্রেস নেতৃত্ব দের নিয়ে। এবারেও প্রায় পনেরো হাজার দুঃস্থ পরিবারকে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো।