নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ ,৩ এপ্রিল : ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনের জন্য শেষ দিনে মনোনয়নপত্র জমা করল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের একাধিক দলের প্রার্থীরা।
শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র পেশ করেন তারা। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায় মনোনয়নপত্র জমা করেন এদিন। একইদিনে মনোনয়ন পত্র জমা দেন করণদিঘি বিধানসভার বহু জন সমাজ পার্টির প্রার্থী হারুন রশিদও। অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কামতাপুর ভূমিপুত্র মহাজোটের প্রার্থী মীনাক্ষী রায় মনোনয়নপত্র জমা করেন এদিন। অপরদিকে ইটাহার থেকে মিমের প্রার্থী মনোনয়ন জমা দেন বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। উল্লেখ্য আগামী ২২ শে এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার নয়টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে এদিন বিভিন্ন দলের প্রার্থীর পাশাপাশি নির্দল প্রার্থীরাও মনোনয়ন জমা দেন। আগামী ৫ ই এপ্রিল মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন ধার্য করা হয়েছে। তার একদিন পর ৭ ই এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ফলে মনোনয়ন জমা দেওয়ার পর্ব মিটে দেওয়ার পর এখন নির্বাচনী প্রচারে ঝড় উঠবে উত্তর দিনাজপুর জেলায়।