বালুরঘাট, ৩১ জুলাই : করোনার কোপে এবছর পরীক্ষাই হয় নি। অথচ পরীক্ষায় নম্বর নিয়ে গড়মিল ও স্বজনপোষণের অভিযোগে সিবিএসই বোর্ড অনুমোদিত বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ৷
পরীক্ষায় নম্বর নিয়ে গড়মিল ও স্বজনপোষণের অভিযোগে সিবিএসই বোর্ড অনুমোদিত একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা৷ স্কুলের শিক্ষকদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাইভেট টিউশন পড়ত তাদের নম্বর ইচ্ছেকৃতভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ। আর এনিয়ে শনিবার উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। জানা গিয়েছে, চলতি বছর করোনা প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষা নেওয়া হয়নি। বিগত বছরগুলির রেজাল্টের উপর ভিত্তি করেই ক্লাস টুয়েলভের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এদিন ঐ স্কুলে স্বজনপোষণের অভিযোগে বেশকিছু অভিভাবক ও ছাত্রছাত্রী বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ মাধ্যমিক ও একাদশ শ্রেণির বেশিরভাগ ক্ষেত্রে যাদের ৮০ থেকে ৮৫ শতাংশ নম্বর পেয়েছে তারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় গড় নম্বর পেয়েছে কিন্তু বিগত বছরে ফলাফলের নিরিখে যারা পিছিয়ে ছিল তারা স্কুলের শিক্ষকদের কাছে পড়ার কারণে এবছর ভালো ফলাফল করেছে। কি করে তা সম্ভব হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা৷ যেখানে কোনো পরীক্ষাই হল না? যদিও এই বিষয়ে স্কুলের অধ্যক্ষ শৈলেশ্বর প্রসাদ সিনহা বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।