নম্বর কম, প্রতিবাদে স্বজনপোষণের অভিযোগে স্কুলে বিক্ষোভ

বালুরঘাট, ৩১ জুলাই : করোনার কোপে এবছর পরীক্ষাই হয় নি। অথচ পরীক্ষায় নম্বর নিয়ে গড়মিল ও স্বজনপোষণের অভিযোগে সিবিএসই বোর্ড অনুমোদিত বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ৷

পরীক্ষায় নম্বর নিয়ে গড়মিল ও স্বজনপোষণের অভিযোগে সিবিএসই বোর্ড অনুমোদিত একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা৷ স্কুলের শিক্ষকদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাইভেট টিউশন পড়ত তাদের নম্বর ইচ্ছেকৃতভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ। আর এনিয়ে শনিবার উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। জানা গিয়েছে, চলতি বছর করোনা প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষা নেওয়া হয়নি। বিগত বছরগুলির রেজাল্টের উপর ভিত্তি করেই ক্লাস টুয়েলভের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এদিন ঐ স্কুলে স্বজনপোষণের অভিযোগে বেশকিছু অভিভাবক ও ছাত্রছাত্রী বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ মাধ্যমিক ও একাদশ শ্রেণির বেশিরভাগ ক্ষেত্রে যাদের ৮০ থেকে ৮৫ শতাংশ নম্বর পেয়েছে তারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় গড় নম্বর পেয়েছে কিন্তু বিগত বছরে ফলাফলের নিরিখে যারা পিছিয়ে ছিল তারা স্কুলের শিক্ষকদের কাছে পড়ার কারণে এবছর ভালো ফলাফল করেছে। কি করে তা সম্ভব হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা৷ যেখানে কোনো পরীক্ষাই হল না? যদিও এই বিষয়ে স্কুলের অধ্যক্ষ শৈলেশ্বর প্রসাদ সিনহা বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

আরও খবর পড়ুন : রাজ্যে চালু হল “এক দেশ এক রেশন কার্ড” ব্যবস্থা। নিয়ম কার্যকরের নির্দেশিকা জারি করল নবান্ন

Next Post

গাড়ি রয়েছে বাড়িতেই, কিন্তু কেটে নেওয়া হল টোল

Sat Jul 31 , 2021
চোপড়া, ৩১ জুলাই : পাঁচদিন ধরে জাতীয় সড়কের কাছেই দাড় করানো আছে ব্যবসার কাজে ব্যবহৃত লরি।অথচ শিলিগুড়ির ঘোষপুকুর টোলপ্লাজা থেকে ২৭৫ টাকা ইউপি আইএ্যাপের মাধ্যমে কেটে নেওয়া হয়েছে টোল ট্যাক্স হিসাবে। সকাল ৯টার সময় এমন মেসেজ আসতেই তড়িঘড়ি গাড়ির কাছে ছুটে আসেন গাড়ি মালিক তহসিন রেজা। সোনাপুর এলাকার বাসিন্দা তহসিন […]

আপনার পছন্দের সংবাদ