নিউজ ডেস্ক , ০৬ এপ্রিল : দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিন চালু হলেও ভ্রুকুটি কমছে না করোনার। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এমত অবস্থায় সংক্রমণে রাশ টানতে নাইট কার্ফুর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন।
মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল প্রশাসনের তরফে রাজধানী শহরে আগামী ৩০ এপ্রিল অবধি রাত ১০ টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কার্ফু লাগু থাকবে বলে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সংক্রমণ রুখতে আপাতত নাইট কার্ফুই জারি থাকবে। এখনই লকডাউন করা হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। টানা চার মাসের রেকর্ড ভেঙে রবিবার দিল্লির করোনা সংক্রমণ ৪ হাজার পার করেছিল। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৪৮ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। বর্তমানে দিল্লিতে এক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৫৮৯ এবং সুস্থ হয়ে বাড়ি গিয়েছে ২ হাজার ৯৩৬ জন।