নিউজ ডেস্ক , ১৭ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারি চাকুরিপ্রার্থীদের প্রতিকূলতা দূর করার লক্ষ্যে সব প্রার্থীদের একই ছাতার তলায় আনতে কেন্দ্রীয় সরকার গত ২৮ শে আগষ্ট জারি করেছে।নির্দেশিকা অনুযায়ী জাতীয় নিয়োগ সংস্থা (এন আর এ) গঠনও করা হয়েছে।
এন আর এ (NRA) হবে স্বাধীন স্বায়িত্বশাসিত সংস্থা। কেন্দ্রীয় সরকারি চাকুরির কিছু পদের জন্য চাকুরি প্রার্থীদের বাছাই করা বা তালিকাভুক্ত করার জন্য এই সংস্থা কমন এলিজিবিলিটি টেস্ট (সি ই টি) পরিচালনা করবে। এই বাছাই করা এবং তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করবে ষ্টাফ সিলেকশন কমিশন (এস এস সি),রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আর আর বি) এবং ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আই বি পি এস)।
কেন্দ্রীয় সরকারের যে সব নিয়োগ সংস্থা বর্তমানে রয়েছে,যেমন এস এস সি (SSC),আর আর বি এবং আই বি পি এস(IBPS) তাদের প্রয়োজনমতো পরীক্ষা পরিচালনা করতে পারবে।
এন আর এ শুধুমাত্র প্রাথমিক ভাবে প্রার্থীদের সি ই টির মাধ্যমে বাছাই এর কাজ করবে।