নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৬ অক্টোবর : এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবী মেনে টেকার স্ট্যান্ডের সূচনা হল মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের পাকুরতলা এলাকায়। শুক্রবার ফিতে কেটে এই টেকার স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক। জেলা পরিষদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চল পাকুরতলা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবী ছিলো একটি স্থায়ী টেকার স্ট্যান্ডের। কারণ মালদা যেতে তাদেরকে পাঁচ কিলোমিটার দূরে মহারাজপুর থেকে টেকার স্ট্যান্ডে যেতে হতো। ফলে ব্যাপক সমস্যায় ছিলেন পাকুরতলা ১২ টি গ্রামের মানুষেরা। শুক্রবার ফিতে কেটে মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক এই টেকার স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শামসুল হক জানিয়েছেন, দীর্ঘদিনের দাবী ছিলো এলাকাবাসীদের। এরজন্য টেকার ইউনিয়ানকে ধন্যবাদ। এখন থেকে ১২ টি টেকার চলবে। আগামীদিনে সংখ্যা আরো বাড়বে। এরফলে মানুষের খুব উপকার হবে। ফলে খুব সহজেই মানুষ মালদা পৌঁছাবে। সবচেয়ে সুবিধে হবে ব্যবসায়ীদের। কেননা যারা মালদায় ব্যবসা করতে যেত তাদের ঘুরপথে যেতে গেলে খরচ অনেক হত এমনকি সময়ও লাগতো অনেক। এখন এর ফলে সময় ও অর্থ দুইই বাঁচবে। পাশাপাশি পথশ্রী প্রকল্প চালু হওয়ার ফলে রাস্তাও খুব ভালো হয়েছে। এরফলে খুব কম সময়ে মালদা পৌঁছে যাবে যাত্রীরা। জেলা পরিষদের এমন উদ্যোগে খুশি এলাকাবাসীরা।