
হেমতাবাদ, ১৭ জুন : কন্যা সন্তানের জন্মের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যে ছড়ালো হেমতাবাদে। মৃতার নাম পারুল রায়।জানা গেছে, হেমতাবাদ থানার বিষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের বাসিন্দা বিজয় রায়ের স্ত্রী পারুল রায়ের প্রসব যন্ত্রণা ওঠায় গত মঙ্গলবার চিকিৎসার জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা।
একদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রসূতি চিকিৎসক প্রসবের মেয়াদ এখনও পূর্ন না হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে দেন। এরপর বৃহস্পতিবার সকালে পারুলদেবী নিজের বাড়িতেই কন্যা সন্তানের জন্ম দেয়। সন্তান প্রসবের পর তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়। চিকিৎসার গাফিলতিতেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবারের লোকেদের। যদিও এই বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদ্দাম হোসেন ও শিতলপুর এলাকার সদস্য মনতোষ রায়। ঘটনার পরিপ্রেক্ষিতে হেমতাবাদ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
