ইটাহার, ১৭ জুন : করোনা আবহে লকডাউনের জেরে ক্ষতির মুখে ইটাহারের ফুল চাষীরা। উল্লেখ্য ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের নলডাঙ্গা, সাকঢাঙ্গা সহ পার্শ্ববর্তী থানা কালিয়াগঞ্জ পারধা পুয়ালতোর মাঠে গাঁদা ফুল চাষ করে সংসার চালান বহু মানুষ।
তবে করোনার জেরে গত বছর ধরে লকডাউন থাকায় উপযুক্ত ফুলের দাম পাচ্ছেন না তারা।ফুল চাষি সুপদ সরকার বলেন, লকডাউনে যান চলাচল বন্ধ, ফলে মালদহ বা অন্য জেলায় ফুল বিক্রি করা সম্ভব হচ্ছে না। আর গাড়ি ভাড়া করে ফুল বিক্রি করতে গিয়ে সেরকম ফুলের দাম না পেলে উল্টো ক্ষতির সম্মুখীন হতে হবে। এছাড়াও সংক্রমণের আশঙ্কায় বিভিন্ন অনুষ্ঠান বন্ধ ফলে স্থানীয় বাজারে সেরকম ফুলের দাম নেই, বিঘা প্রতি দশ হাজার টাকা খরচ হলেও এবারে সেই টাকা টাও উঠবে না ফলে আমাদের মতো ফুল চাষিদের ফুল চাষ করে ক্ষতির মুখে পরতে হচ্ছে। তাই এই বিষয়ে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন চাষীরা।