বেকারদের বাইক কেনার ঋণ দেবে রাজ্য – নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিউজ ডেস্ক, ০৫ নভেম্বর :   বেকার আগেও ছিল৷ এখনও আছে। আর এই বেকার ছেলেমেয়েদের নিয়েই যত রাজনীতি এদেশে৷ কখনও নির্বাচনে কোটি কোটি বেকারকে চাকরির প্রতিশ্রুতি, আবার কখনও বেকারদের নিয়ে মসকরা করা।

স্বাধীনতার পর থেকে বেকারদের ভবিতব্য এটাই৷ তবে মাঝে মাঝে বেকারদের সমর্থনে বিরোধী রাজনৈতিক দলগুলি হাঁক-ডাক দিলেও তা ওই পর্যন্তই৷ যেই কিনা ক্ষমতার অলিন্দ্যে পৌঁছে যায় বিরোধী কোনো দল, সেই সঙ্গে পাল্টে যায় তার ভূমিকাও৷ যা দেখে গা সওয়া হয়ে গিয়েছে এদেশের বেকারদের৷ তাই চাকরির আশা করেন না অনেক শিক্ষিত বেকার৷ কিন্তু বেকারদের নিয়ে কেন এই পরিস্থিতি গোটা দেশে? একজন কর্মী নিয়োগ করতে চাইলে সরকারের কাছে হাজার হাজার আবেদন জমা পড়ে। কেন বেকার সমস্যা মিটছে না দেশে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেকেই৷ তবে বেকারদের জন্য এবার সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার দু’লক্ষ ছেলে-মেয়েকে বাইক কেনার অর্থ ঋণ হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে বলেন, রাজ্য সমবায় ব্যাংক থেকে বাইক কেনার ঋণ দেওয়া হবে। বাইকের পিছনে বাক্স লাগিয়ে ছেলে-মেয়েরা তাঁদের নিজস্ব সামগ্রী বিক্রি করে স্বনির্ভর হতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এরফলে দশ লক্ষ পরিবার উপকৃত হবে।

Next Post

ধনতেরাস কি? কিভাবে প্রচলন হলো এই উৎসবের?

Thu Nov 5 , 2020
নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর :   আর ক’দিন বাদেই আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। সেই সাথে উৎযাপন হবে ধনতেরাস। ধনতেরাস মূলত অবাঙালিদের উৎসব হলেও এখন বাঙালিরাও ধনতেরাস উৎসবে সামিল হন। ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরাস। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। দীপাবলীর […]

আপনার পছন্দের সংবাদ