করোনা আবহে বাজি নিষিদ্ধ রাজ্যে

নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর :  করোনা এবারে কোপ ফেললো বাজি কারিগরদের রোজগারে। রাজ্যজুড়ে এবছর কালীপুজোয় বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র কালীপুজো নয়, ছটপুজোতেও এবারে কোনও বাজি জ্বালানো বা ফাটানো যাবে না।

উল্লেখ্য করোনাকালে বাজি পোড়ানো হলে বায়ুদূষণের হার বেড়ে সংক্রমণও অনেক বেড়ে যাবে। সেকারণেই রাজ্যে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই সব রকম বাজি বন্ধের জন্যে মুখ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রী ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চিঠি দিয়েছেন। করোনা সংক্রমণের কারণে এমনিতেই অনেকের শ্বাসকষ্ট। আতসবাজি পোড়ালে সেই শ্বাসকষ্ট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাজির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷  সেই আর্জিকে মান্যতা দিয়েই এবছর সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করার নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

Next Post

সুস্থ থাকতে চাইলে প্রতিদিন জল খান তামার পাত্রে, জেনে নিন এর উপকারিতা।

Thu Nov 5 , 2020
নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর :  বর্তমান সময়ে নিজেকে নিরোগ রাখতে চেষ্টার অন্ত রাখে না কেউই। তবে প্রতিদিন কিছু ছোটখাটো পন্থা অনুসরণ করলেই স্বাস্থ্য হয়ে উঠবে সুন্দর ও নীরোগ। এরমধ্যে অন্যতম তামার পাত্র ব্যবহার। প্রাচীনকাল থেকেই তামার পাত্র ব্যবহৃত হয়ে আসছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কাজের সুবিধার্থে এসবের পরিবর্তে স্টীলের […]

আপনার পছন্দের সংবাদ