নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর : করোনা এবারে কোপ ফেললো বাজি কারিগরদের রোজগারে। রাজ্যজুড়ে এবছর কালীপুজোয় বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র কালীপুজো নয়, ছটপুজোতেও এবারে কোনও বাজি জ্বালানো বা ফাটানো যাবে না।
উল্লেখ্য করোনাকালে বাজি পোড়ানো হলে বায়ুদূষণের হার বেড়ে সংক্রমণও অনেক বেড়ে যাবে। সেকারণেই রাজ্যে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই সব রকম বাজি বন্ধের জন্যে মুখ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রী ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চিঠি দিয়েছেন। করোনা সংক্রমণের কারণে এমনিতেই অনেকের শ্বাসকষ্ট। আতসবাজি পোড়ালে সেই শ্বাসকষ্ট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাজির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ সেই আর্জিকে মান্যতা দিয়েই এবছর সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করার নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।