আসন্ন বিধানসভা নির্বাচনে ঘর গোছাতে রাজ্যে আজ পা রাখছেন অমিত শাহ

আসন্ন বিধানসভা নির্বাচনে ঘর গোছাতে রাজ্যে আজ পা রাখছেন অমিত শাহ

নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর :   আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বুধবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ৷ বৃহস্পতি এবং শুক্রবার তাঁর দু’দিন রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া থেকে শুরু হবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড।

পাশাপাশি কলকাতা এবং বাঁকুড়ায় মধ্যাহ্নভোজ সারবেন তিনি৷ বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তিনি কলকাতা থেকে অণ্ডাল হয়ে বাঁকুড়ায় পৌঁছবেন। বাঁকুড়ার রবীন্দ্রভবনে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করবেন। এরপর রাতেই কলকাতায় ফিরবেন। শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন। এরপর সল্টলেকের ইজেডসিসি-তে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠক সারবেন তিনি। মধ্যাহ্নভোজ ছাড়াও রয়েছে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ। ওইদিন রাতেই শাহ নয়াদিল্লি ফিরে যাবেন। উল্লেখ্য কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভরতি ছিলেন হাসপাতালে। তাই বিহারে বিধানসভা ভোটের প্রচারে সেভাবে অংশ নিতে দেখা যায় নি তাঁকে। তবে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে রণকৌশল কী হবে তা ঠিক করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপির সর্বভারতীয় এই প্রাক্তন সভাপতি৷

Next Post

আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার অর্ণব গোস্বামী

Wed Nov 4 , 2020
নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর :  বুধবার সকালে গ্রেফতার রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। উল্লেখ্য ২০১৮ সালে ৫৩ বছর বয়সী ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক আলিবাগে আত্মহত্যা করেন। অন্বয় নায়েক সুইসাইড নোটে অর্ণব গোস্বামী ছাড়াও ফিরোজ শেখ ও নীতেশ […]

আপনার পছন্দের সংবাদ