নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব। মনের জোর আর অদম্য ইচ্ছেশক্তির কাছে হার মানে বয়সও। রায়গঞ্জের বীথিকা দাস যেন সেটাই বুঝিয়ে দিলেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করলেন প্রায় ৪৫ বছর বয়সে।
আইনজীবীর বাড়িতে হামলা, অভিযোগ শাসকদলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে
বয়স যে একটা সংখ্যামাত্র, তা শুধুমাত্র কথায় নয়, কাজেও করে দেখানো যায়। তিনি বুঝিয়ে দিলেন, পড়াশোনার কোন বয়স হয় না। জানা গিয়েছে, রায়গঞ্জের চাপদুয়ার এলাকার বাসিন্দা বীথিকা দাস। ছোটবেলা থেকেই পড়াশোনার ওপর প্রবল আগ্রহ ছিল তার। কিন্তু মাঝে নানান রকম প্রতিকূল অবস্থার জেরে ছেদ পড়ে পড়াশোনায়। সংসারের হাল ধরতে হয় তাকে। এরপর বয়স বেড়ে চললেও পড়াশোনার প্রতি তার উৎসাহ বাড়তে থাকে। সিদ্ধান্ত নেন উচ্চশিক্ষার জন্য স্নাতকে ভর্তি হওয়ার।
ফের বিশ্ববিদ্যালয়ের নাম করে চাকরি প্রতারনা
সেইমত ভর্তিও হন কলেজে। স্নাতক সম্পন্ন হওয়ার পর ভর্তি হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে। সংসার সামলে প্রতিদিন নিয়ম মেনে রুটিন করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পাঠ নিয়েছেন তিনি। পরীক্ষায় বসে পাশও করলপন। গত ১২ই ডিসেম্বর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন বিথীকা দেবী। তাকে শুভেচ্ছা জানান রেজিস্ট্রার ডঃ দূর্লভ সরকার।