নিউজ ডেস্ক, ৩০ জুন : আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদী লড়াইয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে মার্কিন প্রশাসন। প্রায় দু’দশকের ‘সন্ত্রাস বিরোধী’ লড়াইয়ে ইতি টানছে তারা। আর এতেই ফের মাথা চাড়া দিয়েছে তালিবান সহ অন্যান্য কুখ্যাত জঙ্গি সংগঠনগুলি।
এই পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল নয়াদিল্লি। আফগানিস্তানে কাবুলের ভারতীয় দূতাবাসের আশঙ্কা আফগানিস্তানে অপহরণ করা হতে পারে ভারতীয় নাগরিকদের। ফলে তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে সতর্কবার্তায় স্পষ্ট লেখা আছে, “আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। তাদের নিশানায় রয়েছে সেনাবাহিনী, সরকারি দপ্তর ও সাধারণ মানুষ। এসব ঘটনা থেকে ভারতীয় নাগরিকরা ছাড় পাবেন না বলে আশঙ্কা। ফলে আফগানিস্তানে কর্মরত বা ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ।” শুধু তাই নয়, নির্দেশিকায় ভারতীয়দের অপ্রয়োজনীয় সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, মিলিটারি কনভয় বা সেনা চৌকি থেকে ভারতীয় নাগরিকদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে সমস্ত মার্কিন সেনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। কিন্তু মার্কিন (US) গোয়েন্দারা সতর্ক করে জানাচ্ছেন, সেনা সরে যাওয়ার মাস ছয়েকের মধ্যেই কাবুল (Kabul) চলে যাবে তালিবানের দখলে। আর মার্কিন ফৌজ সরে গেলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে বলেই আশঙ্কা করছে ভারত। কারণ আফগানিস্তানে পরিকাঠামো নির্মাণে প্রচুর কাজ করছে নয়াদিল্লি। সেখানে কর্মরত রয়েছেন বহু ভারতীয় নাগরিক। ফলে তালিবান ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনগুলির জন্য ভারতীয় নাগরিকদের নিরাপত্তা উদ্বেগের হয়ে দাঁড়াবে। ফলে এবিষয় গুলি ভাবাচ্ছে কেন্দ্রকে।
আরও খবর পড়ুন : দেবাঞ্জনকাণ্ডের পর কলকাতায় এবারে পুলিশের জালে ভুয়ো ভিজিল্যান্স অফিসার