নিউজ ডেস্ক, ২৯ জুন : থাকুক হাজার মতবিরোধ, তবুও সৌজন্যতা করতে ভোলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতিবছরের মতো এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের বিখ্যাত ল্যাংড়া বা লক্ষ্মণভোগ আমের পাশাপাশি পাঠানো হয়েছে হিমসাগর আমও।
তবে আম উপহার শুধু প্রধানমন্ত্রীকেই নয়, আম গিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। এছাড়াও আম পাঠানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানাতেও। প্রতি বছরই রাজ্যের নির্দেশে দিল্লির বঙ্গভবনের কর্তারা এই আম উপহার স্বরুপ পৌঁছে দেন সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বাড়িতে বা দফতরে।তবে গত বছর করোনা আবহের কারণে রাজনৈতিক নেতা আম উপহার দেওয়া সম্ভব হয়নি। তবে এবারে করোনার দাপট আর বাধা দিতে সক্ষম হয় নি।
আরও খবর পড়ুন : বেহাল রাস্তা সংস্কারের দাবীতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ