নিউজ ডেস্ক, ২২ অক্টোবর : লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাতের আবহের মাঝেই ফের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত। রাজস্থানের পোখরানে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি- ট্যাংক বিধ্বংসী ‘নাগ’ মিসাইলের সফল উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা৷
বুধবার রাজস্থানের পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় নাগ অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইলটির।।প্রত্যাশা মতোই নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানে দেশে তৈরি ক্ষেপণাস্ত্রটি। হওয়া ও জমি থেকে ছোঁড়া যায় এই মিসাইল। ৪ থেকে ৭ কিলোমিটারের মধ্যেই নিখুঁতভাবে নিশানায় আছড়ে পড়ে নাগ। ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে শত্রু ফৌজের ট্যাংক খুঁজে বের করে নিমেষে ধ্বংস করে দেয় নাগ মিসাইল। তবে উন্নত প্রযুক্তির এক ধরনের সেন্সর থাকায় যে কোনও সময় প্রতিপক্ষের ট্যাংক ও দ্রুতগতিতে চলা সামরিক যান খুঁজে বের করতে পারে এই ক্ষেপণাস্ত্র। পাশাপাশি সেপ্টেম্বর মাসেও বালাসোরের এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে এই হাইপারসনিক টেস্ট ডেমোস্ট্রেটর ভেহিকেলস সফল উৎক্ষেপণ করেছিল ভারত। বর্তমানে বিশ্বের মাত্র তিনটি দেশ-আমেরিকা, রাশিয়া ও চিনের (China) কাছে এই প্রযুক্তি আছে। সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের নাম।