
নিউজ ডেস্ক, ১ জুলাই : ভারতীয় টিকা কোভিশিল্ড, কোভ্যাক্সিনকে ছাড়পত্র না দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের উপর পালটা চাপ বাড়াল ভারত। ভারতের তরফে জানানো হয়েছে, এই দুই ভ্যাকসিন গ্রহীতাদের ‘গ্রিন পাস’ না দিলে ইউরোপের দেশগুলি থেকে আগত নাগরিকদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে (Quarantine) থাকতে হবে।
বৃহস্পতিবার থেকেই এই নিয়ম লাগু হচ্ছে। সূত্রের খবর, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড অর্থাৎ ভারতের দুটি করোনা টিকাকে এখনও ছাড়পত্র দেয়নি ইউরোপীয় ইউনিয়ন (EU)। রাশিয়ার তৈরি স্পুটনিক ভি (Sputnik V) টিকাকে হু অনুমোদন দিলেও কোভ্যাক্সিন এখনও মান্যতা পায় নি। তবে বিশ্বেএ বিভিন্ন দেশ কোভ্যাক্সিনকে অনুমোদন করলেও ইউরোপ ও আমেরিকা করেনি। ফলে এই ভ্যাকসিন নিয়ে এই দুই স্থানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের জটিলতা দেখা দিয়েছে৷ এরই পাশাপাশি এমনকী ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের নাম উল্লেখ নেই ইউরোপের অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন তালিকা বা গ্রিন পাসে। তাতেই সমস্যা বেড়েছে। তবে আজ থেকে ভারতের তরফেও ইউরোপীয় দেশগুলির উপর পালটা চাপ দেওয়া হয়েছে। উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল কোভিড সার্টিফিকেট চালু করেছে। এই সার্টিফিকেট সঙ্গে থাকলে ইউরোপের বিভিন্ন দেশে সহজে যাতায়াত করা সহজ হবে।
