নিউজ ডেস্ক , ৭ আগস্ট : জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্যে এবারে দেশে ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এখবর জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী টুইটারে লেখেন, “ভারত ছাড়পত্র পাওয়া ভ্যাকসিনের সংখ্যা বেড়ে চলেছে! জনসন অ্যান্ড জনসনের একক ডোজের কোভিড টিকাকে ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এখন ভারতে জরুরি ব্যবহারের জন্য ৫টি টিকা রয়েছে। এটা আমাদের দেশের সম্মিলিত লড়াইকে আরও শক্তিশালী করে তুলবে।” উল্লেখ্য, কোম্পানি গত ৫ অগাস্ট তাদের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল। জনসন অ্যান্ড জনসন আগেই দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই ভিত্তিতেই ভারতে আবেদন করেছিল সংস্থাটি। জনসন অ্যান্ড জনসনের এই টিকা পঞ্চম ভ্যাকসিন হিসেবে এ দেশে ছাড়পত্র পেল। এর আগে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেয়েছে। এবার অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। উল্লেখ্য, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার কাজ শেষ করতে চাইছে। সেই লক্ষ্য মাত্রা পূরণ করতে হলে দৈনিক টিকাকরণের হার আরও বাড়াতে হবে দেশে, এমনটি জানিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসন অ্যান্ড জনসনের আবেদনের পর সেই বিষয়টি ভেবে দেখা হয়। স্পুটনিক ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিনও সিঙ্গেল শট ভ্যাকসিন। যার কার্যকারিতা অনেকটাই, এমনটাই দাবি সংস্থার।
Next Post
অলিম্পিকে সোনা জয় ভারতের
Sat Aug 7 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , ০৭ আগস্ট : আজ টোকিও অলিম্পিক্স ২০২১ তে ঐতিহাসিক দিন ভারতের। জ্যাভলিন নিক্ষেপে নীরজ চোপড়া (Neeraj Chopra) স্বর্ণপদক জিতেছেন। শ্যুটার অভিনব বিন্দ্রার পর ভারতের তিনিই দ্বিতীয় যিনি ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। কুস্তিগীর বজরং […]
