Advertisements

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১৭ মার্চ: ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার ভাটোলে বুধবার বিকেলে ভাটোলের নাওঘাটা এলাকার একটি মাঠের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। জানা গেছে ঘটনাস্থল থেকে ৭ টি পুরনো সোকেট বোমা ও ২ টি সুতলি বোমা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা সেখানে বোমা রেখেছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। গ্রামবাসীদের বক্তব্য মাঠে খেলতে গেলে এই বোমা ফেটে গ্রামের ছোট ছেলেমেয়েরা আহত হতে পারত৷ সামনে ভোটের সামনে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। গ্রামবাসীদের দাবি গন্ডগোল ও অশান্তি পাকানোর উদ্দেশ্যেই হয়ত এখানে বোমা আমদানি করেছিল দুষ্কৃতীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে।
