সুস্থ থাকতে চাইলে প্রতিদিন জল খান তামার পাত্রে, জেনে নিন এর উপকারিতা।

নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর :  বর্তমান সময়ে নিজেকে নিরোগ রাখতে চেষ্টার অন্ত রাখে না কেউই। তবে প্রতিদিন কিছু ছোটখাটো পন্থা অনুসরণ করলেই স্বাস্থ্য হয়ে উঠবে সুন্দর ও নীরোগ। এরমধ্যে অন্যতম তামার পাত্র ব্যবহার। প্রাচীনকাল থেকেই তামার পাত্র ব্যবহৃত হয়ে আসছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কাজের সুবিধার্থে এসবের পরিবর্তে স্টীলের বাসনের ব্যবহার বেড়ে যায় বহুগুণ।তবে বর্তমান সময়ে অনেক পরিবারই দৈনন্দিন জীবনে তামার পাত্র ব্যবহার করে। আয়ুর্বেদ শাস্ত্রে এর নানান গুণাবলীর উল্লেখ রয়েছে। প্রতিদিন তামার পাত্রে জল খেলে কি কি উপকার পাবেন আসুন দেখে নি সেগুলো-

১/ তামা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। তামা পাকস্থলীতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলে।বাড়ায় কিডনীর কর্মক্ষমতা। হজম ক্ষমতারও উন্নতি ঘটে অনেকাংশে।
২/ থাইরয়েড রোগীদের জন্য অত্যন্ত উপকারী তামা। থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে তামা ভীষণভাবে কার্যকর।
৩/ তামা প্রোটিন ক্যারিয়ার হিসেবে কাজ করে। প্রতিদিন তামা ব্যবহারে চুল ও মাসল সুগঠিত হয়।
৪/ তামা কোলোজেন তৈরিতে সাহায্য করে। যা বলিরেখা দূর করে ত্বকের যৌবন ধরে রাখায় সহায়ক।পাশাপাশি নানান চর্মরোগও প্রতিরোধ করে।
৫/তামা ব্যবহারে শরীরে বাড়ে অ্যান্টি অক্সিডেন্ট। তামা জলের সঙ্গে মিশে যাওয়ায় শরীরে গিয়ে কোষ বিভাজনে সহায়তা করে। যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
৬/তামা মেটায় ক্যালসিয়ামের ঘাটতি।তামায় থাকা বিভিন্ন উপাদান শরীরে হাড়ের গঠন মজবুত করে।
৭/ তামা শরীরে প্রবেশ করলে কোষের কাজের ক্ষমতা বাড়ে।এতে শরীরে বেড়ে যায় আয়রণ শোষণের ক্ষমতা। যা অ্যানিমিয়ার প্রকোপ কমায়।

Next Post

গৃহবধুকে হত্যার চেষ্টায় অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ গৃহবধুর পরিজনদের।

Thu Nov 5 , 2020
নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৫ নভেম্বর : এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী সহ শশুর বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে মৃতার পরিজনদের।ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়। জানা গিয়েছে,দু বছর আগে ইংরেজবাজার সতীচুরা কলোনির বাসিন্দা উমা হালদারের সঙ্গে কুমারগঞ্জ […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম