ইসলামপুরে ফের ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার আরো ৫। ট্যাব দূর্নীতির তদন্তে নেমে ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের সঙ্গে মেদিনীপুর জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই কান্ডে চারজন মূল চক্রীকে চোপড়া থেকে গ্রেফতার করে।জানা গিয়েছে,
সরকারী চাকুরীর পরীক্ষা দিতে এসে মোবাইল সহ পরীক্ষার হলে ধরা পড়ল পরীক্ষার্থী
ধৃত চারজন ট্রেন ধরার উদ্দেশ্যে বাসে করে বিহারের কিশানগঞ্জের দিকে যাচ্ছিল।তারা দিল্লী পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলো।গোপনসূত্রে খবর পেয়ে বাস থেকে তাদের আটক করে পুলিশ। চোপড়া ব্লকের ধৃত এই চারজনের বিরুদ্ধে অভিযোগ , এরা শিক্ষা দফতরের পোর্টালে ঢুকে ব্যাংক একাউন্ট বদল করার কাজ করত।অন্যদিকে ইসলামপুর ব্লকের সুজলী এলাকা থেকেও একজনকে গ্রেফতার করা হয়। সে ইসলামপুর আদালতে মহুরীর কাজ করে।এনিয়ে উত্তর দিনাজপুর জেলা থেকে ট্যাব দূর্নীতির ঘটনায় মোট ১২জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত এই পাঁচজনকে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে।