নিউজ ডেস্ক, চোপড়া,২৭ সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়া উত্তর দিনাজপুরের চোপড়ায় বিডিও অফিসের গুদাম ঘর ভেঙে ত্রাণ সামগ্রী লুঠ করল দুর্গত মানুষরা। এঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকাতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ।
জানা গেছে চোপড়া ব্লকের মেধাবস্তি এলাকার অবস্থা বেহাল হয়ে পড়েছে বৃষ্টিতে। বহু মানুষ জলবন্দি হয়ে রয়েছে। ভেঙে গেছে ঘরবাড়িও। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। জমির ফসল কার্যত জলের তলায়। ফলে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকাবাসী। ব্লক প্রশাসন থেকে ত্রাণ দিলেও তা পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ৷ মুষ্টিমেয় কয়েকজনের হাতে ত্রাণ দেওয়া হয়। রবিবার বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে এসে সেখানে থাকা গুদাম ঘর ভেঙে ত্রাণ সামগ্রী লুঠ করে দুর্গত মানুষজন। জানা গেছে গুদাম ঘরের তালা ভেঙ্গে ত্রিপল, হাঁড়ি সহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে পালায় তারা। যদিও চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, সংশ্লিষ্ট বিষয়ে চোপড়া থানার আইসিকে অভিযোগ জানানো হয়েছে। লুটপাটের ঘটনায় কারা জড়িত ছিল তা তদন্ত করে পুলিশকে দেখতে বলা হয়েছে। এছাড়াও দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে বসতবাড়ি সহ চাষের জমি জলের তলায় চলে যাওয়ার প্রতিবাদে ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অসহায় বাসিন্দারা। তাদের দাবি, বাইপাসে কালভার্ট ছোট হওয়ার কারণে খুবই কম পরিমাণে জল পার হচ্ছে। ফলে অলিগঞ্জ, তারিনজীবাড়ি, মিলনপল্লী এলাকায় কয়েক হাজার একর ধানের জমি ও বসতবাড়ি জলের তলায় চলে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার ঘটনাস্থলে যান। কথা বলেন তাদের সঙ্গে৷ তিনি বলেন জল নামলেই বাইপাসে বড় ব্রিজ নির্মাণ করা হবে। এবিষয়ে ইসলামপুরের মহকুমা শাসকের সাথে কথা হয়েছে। প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর আর্থ মুভার দিয়ে বাইপাস কাটার কাজ শুরু হলে অবরোধ তুলে নেন বাসিন্দারা।