নিউজ ডেস্ক, ইটাহার, ২৭ সেপ্টেম্বর : প্রবল বর্ষণে গামারি নদীর জলের তোড়ে ধসে যাওয়া অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু করলো ইটাহার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। রবিবার প্রাথমিক ভাবে অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু হয় গুলন্দর ১ নং অঞ্চলের দৌলতপুর এলাকায়।
উল্লেখ্য, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ায় অস্থায়ী সেতুর একাংশ ধসে যায়, যার ফলে নদী পাড়াপাড়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ইটাহার সহ ঘেড়া, দৌলতপুর, সাহেবঘাটা সহ বেশ কিছু গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ থেকে নীত্যযাত্রী।
সেতু ধসে যাওয়ার ফলে কার্যত যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমস্যার কথা এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যকে জানানো হলে তিনি ইটাহার ব্লক প্রশাসন সহ ইটাহারের বিধায়ক অমল আচার্যকে জানান। এরপর তরিঘরি ইটাহারের বিধায়ক অমল আচার্য সহ বিডিও আবুল আলা মাবুদ আনসারের উদ্যোগে এবং ইটাহার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রাথমিক ভাবে বালি এবং মাটির বস্তার সহায়তায় অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু হয়। মেরামতের কাজে এদিন এলাকার সাধারণ মানুষরাও সহযোগিতা করেন।