বিভিন্ন দাবীতে আন্দোলনে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা

বিভিন্ন দাবীতে আন্দোলনে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১০ অক্টোবর :  অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি, ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে অনশনে বসলেন বালুরঘাট কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা। শনিবার বালুরঘাট কলেজের গেটের সামনে মঞ্চ বেঁধে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেন।

এদিনের বালুরঘাট কলেজের সামনে অস্থায়ী কর্মীদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির রাজ্য সভাপতি মেহেবুব ইলাহি আলী। সংগঠনের রাজ্য সভাপতি মেহেবুব ইলাহি আলী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের দাবি জানানো হলেও অস্থায়ী কর্মীদের জন্য কোন ব্যবস্থা না নেওয়ায়, বিভিন্ন কলেজে অস্থায়ী কর্মীদের অনশন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কলেজে নানা রকম কাজের সাথে যুক্ত, অথচ আজ আমরা বঞ্চিত। এমনকি সংসার চালাতে হিমশিম অবস্থা আমাদের। কারোও বেতন ২০০০, কারো ৬০০০ আবার কারো ৮০০০। এই পরিস্থিতিতে সংসার চালাতে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানালেও মেলেনি সুরাহা। সেকারণেই আজকের এই অবস্থান বিক্ষোভ। এদিন থেকে বালুরঘাট কলেজের গেটের সামনে অনশন শুরু করেন অস্থায়ী কর্মীরা। দাবী পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব।

Next Post

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের, খুনের অভিযোগ পরিবারের লোকেদের

Sat Oct 10 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১০ অক্টোবর : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর গ্রাম পঞ্চায়েতের সামুখা গ্রামে। পুলিশ ও পরিবারসুত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম বংশীলাল মন্ডল। হরিয়ানার কাটলা এলাকায় একটি কাঠ চেরাই মিলে কাজ করতো বংশীলাল। স্থানীয় […]

আপনার পছন্দের সংবাদ