নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ : শুক্রবার করোনা আবহের মধ্যেই উদযাপিত হলো তৃণমুলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবছর করোনা সংক্রমনের জেরে কলকাতার কেন্দ্রীয় সমাবেশ বাতিল হয়ে গিয়েছে। এদিন কলকাতার ধর্মতলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েক জন নেতৃত্বকে সঙ্গে নিয়ে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সেই সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো রাজ্যের প্রতিটি জেলায়। উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মূল ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের বিধানমঞ্চে। সংগঠনের সদস্যরা মিছিল করে বিধানমঞ্চে আসেন। সেখানে জায়ান্ট স্ক্রীনে দলনেত্রীর বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হয়েছিলো। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার, দলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল, জেলা ছাত্র পরিষদ সভাপতি অনুপ কর, রায়গঞ্জ ব্লক ১ তৃণমূল সভাপতি মানস ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুন : স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত শিক্ষাবর্ষের পরীক্ষা বাধ্যতামূলক ; জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট
অন্যদিকে ছাত্র পরিষদের ৬৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয় মহাত্মা গান্ধী ভবনে৷ শুক্রবার শহীদ বেদীতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পবিত্র চন্দ, তুষার কান্তি গুহ সহ অন্যান্য নেতৃত্ব। এই উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ছাত্র পরিষদের সদস্যদের পক্ষ থেকে। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে ছাত্র পরিষদ দীর্ঘ কয়েক দশক অতিক্রম করে এসেছে। অতীতের সেই ইতিহাস নিয়েও এদিন আলোকপাত করেন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ৷
আরও পড়ুন :পুলিশের জালে মোটর বাইক চুরি চক্রের পান্ডা, উদ্ধার ৯ টি চোরাই বাইক