নিউজ ডেস্ক , তুহিন দেব : স্নাতক ও স্নাতকোত্তর এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিতেই হবে জানিয়ে দিলো দেশের সর্বোচচ আদালত । উল্লেখ্য ৬ ই জুলাই ইউ জি সি নোটিশ জারি করে বলেছিলো প্রত্যেক কলেজ বা বিশ্ববিদ্যালয়কে ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত শিক্ষাবর্ষের পরীক্ষা নিতেই হবে। করোনা পরিস্থিতিতে যেখানে দিনের পর দিন সংক্রমণ বাড়ছে, সেখানে কিভাবে পরীক্ষা হবে তা নিয়ে সংশয়ে দিন কাটাতে থাকে এ রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ ছাত্র ছাত্রী। ইউ জি সি -ও বলেছিলো অনলাইন বা অফলাইন যে কোন মাধ্যমে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতেই হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে।
এর পরিপ্রেক্ষিতে মামলা হয় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য পরীক্ষা নেওয়ার পক্ষপাতি ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা না নেওয়ার জন্য আবেদন জানিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রীর কাছে,এমনকি প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিং এ পরীক্ষা না নেওয়ার আবেদন জানান তিনি। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, বিশ্ববিদ্যালয় বা কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে কোন ছাত্র-ছাত্রীকে উত্তীর্ণ করা হবে না।
আরও পড়ুন :পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে তোলা আদায় প্রতারকের
পরীক্ষা নিতে হবে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে। যদি কোন রাজ্য পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে না নিতে পারে তাকে আবেদন করতে হবে ইউ জি সির কাছে। সবমিলিয়ে দেশের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা অপেক্ষা করছিলেন সুপ্রিম কোর্টের রায়ের ওপর।
আরও পড়ুন :রোগীর পেট কেটে আট কেজির টিউমার বের করলেন চিকিৎসকেরা