নিজস্ব সংবাদদাতা , গোয়ালপোখর : প্রচুর চোরাই মোটর বাইক সহ এক পান্ডাকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে ধৃতের নাম পারবেজ আলম। পুলিশ সূত্রে খবর, গত ২২ শে আগষ্ট গোয়ালপোখর থানার সাহাপুর বাজার থেকে জনৈক নৌসাদ আলমের একটি মোটর বাইক ( যার নম্বর WB-60G / 9117) তার দোকানের সামনে সামনে থেকে মূহুর্তের মধ্যে চুরি হয়ে যায়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে পারবেজ আলম (২৩) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক।
তাকে জেরা করে ২৫ শে আগষ্ট নৌসাদ আলমের মটর বাইকটি পারবেজ আলমের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এরপর ২৭ শে আগষ্ট রাতে পুলিশ ফের পারবেজের লোহাগাছি এলাকায় বাড়িতে অভিযান চালায়। বাড়ির পিছনের একটি জ্বালানির ঘর থেকে আরও ৮ টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। শুক্রবার ধৃত পারবেজকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়ে আবার রিমান্ডে চাওয়া হয়েছে। গোয়ালপোখর থানার পুলিশ বিশ্বনাথ মিত্র আরও জানিয়েছেন পারবেজকে আবার হেফাজতে পেলে আরও বড় ধরনের সাফল্য পাওয়া যেতে পারে মোটর বাইক চুরি রোধে।
আরও পড়ুন : স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত শিক্ষাবর্ষের পরীক্ষা বাধ্যতামূলক ; জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট