কেন্দ্রের ঘোষনা স্বত্বেও রাজ্যে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খুললে সংক্রমণ বাড়তে পারে আশংকা বিশেষজ্ঞদের

কেন্দ্রের ঘোষনা স্বত্বেও রাজ্যে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খুললে সংক্রমণ বাড়তে পারে আশংকা বিশেষজ্ঞদের

নিউজ ডেস্ক , ১৭ সেপ্টেম্বর :  করোনা সংক্রমনের বাড়বাড়ন্তে এখনই রাজ্যে খুলবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকার আগেই ৩০-শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষনা করে আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে নবম,দশম,একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করা যাবে।

যদিও পড়ুয়াদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন রাজ্য সরকার সে পথে হাঁটতে নারাজ। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী (Parth Chatterjee) বলেন,” আমরা আগেই ৩০-শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ২১ শে সেপ্টেম্বর কোনভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না। পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ” শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে স্কুল খোলার বিষয় নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) কথা বলেছিলেন করোনা নিয়ে নিযুক্ত গ্লোবাল কমিটির (Global Committee) সঙ্গে।

কমিটির বিশেষজ্ঞরা এখনই স্কুল না খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। করোনা সংক্রমণ না কমলে তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। ফলে স্কুল কবে খুলবে তা এখনো নিশ্চিত নয়। তবে বিকল্প পদ্ধতিতে কীভাবে ছাত্র-ছাত্রীদের পড়ানো সম্ভব, সেবিষয়ে শিক্ষা দপ্তর ভাবনা চিন্তা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Next Post

করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী

Thu Sep 17 , 2020
নিউজ ডেস্ক , ১৭ সেপ্টেম্বর :  রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন একাধিক মন্ত্রী থেকে শুরূ করে বিধায়কেরা। করোনা আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী সুজিত বসু, স্বপন দেবনাথ, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এবারে করোনা আক্রান্ত হলেন এ রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কোচবিহারের তৃণমূল […]

আপনার পছন্দের সংবাদ