fbpx

নির্মিত হবে নতুন সংসদ ভবন, বরাত পেলো টাটা গোষ্ঠী

ডিজিটাল ডেস্ক :  তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন। এই সংসদ ভবন নির্মানের বরাত পেলো টাটা গোষ্ঠী। নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা ২১ মাসের মধ্যে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (Central Public Works Department) বুধবার দরপত্র খুলেছে।

প্রায় ৮৬১.৯০ কোটি টাকা সর্বনিম্ন দরপত্র দিয়ে এই বরাত জিতে নিয়েছে ‘টাটা প্রজেক্টস’।
প্রসঙ্গত, ইংরেজদের শাসনকালে তৈরি হয়েছিল বর্তমান সংসদ ভবনটি। এখনকার বৃত্তাকার ভবনের পাশে ১১৮ নম্বর পার্লামেন্ট হাউস এস্টেটে নয়া ভবনটি আকারে হবে ত্রিভূজাকৃতি। সেন্ট্রাল ভিস্টা রিডেভলপমেন্ট প্রজেক্টের অধীনে সংসদ ভবন-সহ রাষ্ট্রপতি ভবন, নর্থ ও সাউথ ব্লক, ইন্ডিয়া গেট, ন্যাশনাল আর্কাইভ-সহ দিল্লির পুরনো ভবনগুলি নতুন করে নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক।

তার মধ্যে সংসদ ভবন নির্মানের জন্য সরকারের পক্ষ থেকে খরচ ধরা হয়েছিল ৮৮৯ কোটি টাকা।
উল্লেখ্য প্রাথমিক বাছাইয়ের পর মোট সাতটি সংস্থা চূড়ান্ত দরপত্রের জন্য নির্ধারিত হয়েছিল। টাটা প্রজেক্টস ছাড়াও তালিকায় ছিল লার্সেন অ্যান্ড টুব্রো, আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড (ITD Cementation India Limited), এনসিসি লিমিটেড (NCC Limited), সাপুরজি-পালনজি, উত্তরপ্রদেশ রাজকীয় নির্মাণ নিগম ও পিএসপি প্রজেক্টস-এর মতো সংস্থা। এদের মধ্যে সবচেয়ে কম দরপত্র দেওয়ায় টাটা গোষ্ঠী বরাত পেয়েছে বলে জানা গিয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক সুত্রে।

Next Post

বুধবারে বাড়লো রায়গঞ্জ পুরসভার আক্রান্তের সংখ্যা। জেনে নিন ওয়ার্ড ভিত্তিক সংখ্যা

Wed Sep 16 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক ,  রায়গঞ্জ ১৬ সেপ্টেম্বর :  বুধবার অর্থাৎ ১৬- -ই সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪৩২। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন বুধবার পুর এলাকায় নতুন করে ১৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!