নিউজ ডেস্ক , ১৭ সেপ্টেম্বর : রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন একাধিক মন্ত্রী থেকে শুরূ করে বিধায়কেরা। করোনা আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী সুজিত বসু, স্বপন দেবনাথ, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এবারে করোনা আক্রান্ত হলেন এ রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কোচবিহারের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মণ। তার শরীরে করোনার কোন উপসর্গ না থাকায় আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, বুধবার তার লালারসের নমুনা পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে। একথা বিনয়বাবু নিজেই পোস্ট করেছেন ফেসবুকে।
উল্লেখ্য করোনা আবহের মধ্যেও দিনরাত এক করে কাজ করে গিয়েছেন মাথাভাঙ্গার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মণ। সম্প্রতি তিনি কলকাতায় গিয়েছিলেন, যোগ দিয়েছিলেন বিধানসভার ক্যাবিনেট বৈঠকে। সেখান থেকে ফিরে কোচবিহারে প্রশাসনিক সভা করেন বিনয় বাবু। তারপর কোভিড টেস্ট করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের প্রত্যেককেই হোম আইসোলেশনে থাকার আবেদন জানান বিনয় বাবু। চিকিৎসদের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ।
আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, এর আগে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন সস্ত্রীক দমকলমন্ত্রী সুজিত বসু। পরবর্তীতে করোনা আক্রান্ত হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। দুজনেই করোনা মুক্ত হয়েছেন। আর এবারে করোনা আক্রান্ত হলেন রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ। ইতিমধ্যেই তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।