নিউজ ডেস্ক , ইটাহার , ২৮ সেপ্টেম্বর : বেহাল রাস্তা সংষ্কার না করার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে ইটাহার গ্রাম পঞ্চায়েত দফতরে। বর্তমানে বিজেপি,সিপিএম,কংগ্রেস জোট এই পঞ্চায়েত বোর্ডের ক্ষমতায় রয়েছে।
কিন্তু দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত অন্তর্গত খামরুয়া থেকে নয়া পাড়া যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গোটা রাস্তা জুড়ে হাঁট পর্যন্ত জল কাদা। ফলে চলাচল করতে চরম দুর্ভোগে পড়ছেন গ্রামবাসীরা। বাধ্য হয়েই এদিন পঞ্চায়েত দফতরে তালা লাগিয়ে দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্লকের জয়েন্ট বিডিও মানবেন্দ্র নাথ রায় সহ বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের সঙ্গে প্রশাসনিক আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ইটাহার ব্লকের বিডিও আবুল আলা মামুদ আনসার বলেন সমস্যা নিরসনে খুব শীঘ্রই ওই বেহাল রাস্তার কাজে হাত দেওয়া হবে।