বালুরঘাটে বেহাল রাস্তার প্রতিবাদে সরব গ্রামবাসীরা

বেহাল রাস্তার প্রতিবাদে সরব গ্রামবাসীরা

আরসিটিভি সংবাদ :  পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও৷ অথচ বিগত ৫ বছরে এলাকায় কী কী উন্নয়নের কাজ হয়েছে তা নিয়ে চলছে হিসেব-নিকেশ।

এই পরিস্থিতিতে বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া এলাকার বাসিন্দারা৷ তাদের অভিযোগ, রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়লেও কোনো হেলদোল নেই পঞ্চায়েতের৷

আরও পড়ুন – সোশ্যাল মিডিয়ায় ফাঁস ভুয়ো চিকিৎসকের কীর্তি !

কেন এতদিনেও রাস্তা সংষ্কার হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা৷ বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া এলাকায় বেহাল রাস্তা সংষ্কার না করায় ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। কারণ এই এলাকার বাসিন্দা খোদ তৃণমূল উপপ্রধানও। অথচ রাস্তা সংষ্কার হয়নি আজও৷ গ্রামবাসীদের দাবি রাস্তা খানাখন্দে ভরে যাওয়ায় বর্ষাকালে চলাফেরা করা যায় না।

আরও পড়ুন – পানীয় জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক !

জল কাদায় বেহাল হয়ে পড়ে। এমনকি কোনো গাড়ি বা টোটো গ্রামে আসতে চায় না। ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ও সাধারণ মানুষকে নিত্যদিন দুর্ভোগে পড়তে হচ্ছে। বারবার রাস্তা পাকা করার দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয় নি৷ এই ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা৷ দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন।

আরও পড়ুন – উদ্বোধন হলেও কাজ শুরু হয়নি কোচবিহারের তাঁত মেখলা হাবের !

ভোটের আগে তাই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন এলাকার বাসিন্দা তথা ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান গৌরাঙ্গ হালদার।

Next Post

শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা

Thu Feb 23 , 2023
আরসিটিভি সংবাদ : বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা তাঁদের জীবনের প্রথম বড় ধরনের বোর্ডের পরীক্ষা দিতে বসেছেন। কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলায় ১১৭ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩১ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে সচেষ্ট ছিল উত্তর দিনাজপুর জেলা […]
শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম