নিউজ ডেস্ক ,করণদিঘি , ২৮ সেপ্টেম্বর : টানা পাঁচ দিন নিম্নচাপের বৃষ্টির জেরে ভেসে গেল উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকা। রসাখোয়া ২ নম্বর অঞ্চলের ৯ টি গ্রাম প্লাবিত হয়েছে ৷ বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু প্রায় জলে ভেসে গিয়েছে। এই ঘটনায় অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন জলবন্দি মানুষেরা। এমতাবস্থায় ত্রাণের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ধরে উত্তরবঙ্গ জুড়ে অবিরাম বৃষ্টি হয়েছে। কখনও মাঝারি, আবার কখনো ভারী। এই পরিস্থিতিতে বিভিন্ন নদনদীতে বিপুল পরিমাণ জলস্তর বৃদ্ধি পেয়েছে। কোন কোন নদীতে আবার বিপদসীমার উপর দিয়ে জল বইছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফুঁসছে উত্তরদিনাজপুর জেলার করণদিঘি ব্লকের নাগর নদী। নদী পাশ্ববর্তী এলাকা গুলিতে ইতিমধ্যেই জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করণদিঘি ব্লকের রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৯ গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা গিয়েছে। খুরকা, বাথান ডাংগি, মধুপুর, কাঁকরমণি, বোরদহী, হাওয়া ডাংগি, দলুয়া খারি, ভোপলা, গয়েশপুর এই নটি গ্রাম জলে ভেসে গিয়েছে।
কোথায় কোমর জল, আবার কোথাও হাঁটু জল। শুধু তাই নয়, রাস্তার ওপর দিয়ে তীব্র স্রোতে জল বইছে৷ ফলে বানভাসি হয়ে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার। যদিও বেশকিছু পরিবার ইতিমধ্যেই উঁচু জায়গায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি এই চরম দুর্ভোগের মধ্যে পঞ্চায়েত থেকে কোনরকম ত্রাণ সামগ্রী তারা পাননি বলে অভিযোগ করেছেন দুর্গত মানুষেরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য হিতেন সিংহ বলেন, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বহু পরিবার বানভাসি হয়েছেন। তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ত্রাণসামগ্রী সহ অন্যান্য প্রয়োজনে সাহায্যর ব্যাপারে ব্লক প্রশাসনকে জানানো হচ্ছে। তবে নতুন করে রবি এবং সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় জলস্তর বিভিন্ন জায়গায় একই রকম রয়েছে।