নিউজ ডেস্ক , করণদিঘি , ২৮ সেপ্টেম্বর : মাটির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের রসাখোয়া দুই অঞ্চলের খুরকা এলাকায়। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে দুর্বল পড়ে যায় এলাকার বাসিন্দা দিনবন্ধু সিংয়ের মাটির কুঠি। এদিন আচমকা ওই মাটির দেওয়াল ধসে পড়ে তার দেহের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিনবন্ধুর। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে।
