নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ এপ্রিল মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন মালদা জেলা তৃণমূলের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর এবং মালদা জেলা তৃণমূলের কো- অর্ডিনেটর দুলাল সরকার।
এবারে করোনার থাবা মালদা জেলার পদ্ম শিবিরে। এবারে করোনা আক্রান্ত হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।উল্লেখ্য, বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে করোনা পরীক্ষা করা হয় জেলার নেতাদের। সেই পরীক্ষাতে জেলা তৃণমূলের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূরের রিপোর্ট পজিটিভ আসে। অপরদিকে মৌসম বেনজির নূরের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন জেলা তৃণমূলের কো- অর্ডিনেটর দুলাল সরকার। জানা গিয়েছে, কোতয়ালির বাসভবনে হোম আইসলেশনে রয়েছেন মৌসম বেনজির নূর। অপরদিকে দুলাল সরকার তৃণমূলের পার্টি অফিসের একটি ঘরেই কোয়ারেন্টিনে থাকছেন। তবে জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর এবং জেলা তৃণমূলের কো- অর্ডিনেটর দুলাল সরকারের বিশেষ কোন শারীরিক সমস্যার লক্ষণ নেই বলে জানিয়েছেন। এবারে করোনার থাবা মালদার গেরুয়া শিবিরে। জানা গিয়েছে, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু করোনা আক্রান্ত। বৃহস্পতিবার করোনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তার রিপোর্ট করোনা পজিটিভ। এবিষয়ে উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু জানান, ” করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ঘরে বসেই সমস্ত কাজ করবো। ” তবে তার শরীরে করোনার কোনরকম উপসর্গ ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছেন মালদা জেলার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকায় করোনা পরীক্ষা করেন তিনি। পাশাপাশি তার ছিল শ্বাসকষ্টজনিত সমস্যা। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তার রিপোর্টও করোনা পজিটিভ। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মালদা জেলার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।