নিউজ ডেস্ক, ২৬ এপ্রিল : করোনা আক্রান্ত হলেন বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্র। সোমবার সকালে তিনি টুইট করে নিজের আক্রান্তের খবর জানান। প্রার্থী লেখেন, “আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যাঁরা আমার সঙ্গে ছিলেন তাঁদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।”
বর্তমানে তিনি বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন।একুশের বিধানসভা নির্বাচনে বরানগর বিধানসভায় বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন অভিনেত্রী পার্ণো মিত্র। গত ১৭ এপ্রিল নির্বাচন হয়েছে তাঁর কেন্দ্রে। ভোট মিটে যাওয়ার পরে কিছু উপসর্গ দেখা দেয় অভিনেত্রীর। দেরী না করে সঙ্গে সঙ্গেই নিজেকে আইসোলেট করেন এবং করোনা পরীক্ষা করান। এরপর করোনা রিপোর্ট পজেটিভ আসে তারকা প্রার্থীর।দেশজুড়ে ক্রমশই নিজের থাবা বিস্তার করছে করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন মানুষ । সংক্রমণের পাশাপাশি ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন মানুষ । এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। সোমবার দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮ লক্ষ পার করল। ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ল ১ লক্ষ।