ভাগ্যের চাকা বদল! মালা বিক্রেতা থেকে সোজাসুজি নায়িকা? “পুষ্পা ৩”- এ নায়িকার চরিত্রে মোনালিসা! জানুন বিস্তারিত….

পুষ্পা ৩ – এ নায়িকার চরিত্রে মোনালিসা!

    হিন্দিতে এক প্রবাদ বাক্য আছে ‘ পহেলে দর্শনধারী, ফির গুণ বিচারী’ । মানে হল একজনকে দেখলে ভালো হলেও চলবে, গুণ বিচার নয় পরেই হবে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ( social media viral )হয়েছে ধূসর চোখের এক মেয়ে । যার চোখ দেখলেই আকৃষ্ট হতেই হয় । তাঁর নাম মোনালিসা ভোঁসলে ( monalisa bhosle ) । বাবা মা ও তুতো ভাই বোনদের নিয়েই সংসার । তবে কখন যে কার ভাগ্যের চাকা বদলে যায় সেটা কেউ বলতে পারে না । ঠিক এমনই যেন হল এবার । উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় পাথরের মালা বিক্রি করতেন তিনি । মাহেশ থেকে প্রায় সাত – আটশো কিলোমিটার দূরে এলাহাবাদে মহাকুম্ভের মেলা। এভাবেই অর্থাৎ দিন আনে দিন খেয়ে সংসার চলত তাঁর। আর সেই তরুণী মালা বিক্রেতাকে নিয়ে উত্তাল ভারত ( india ) । ১৫০৩ সাল থেকে ২০২৫ সাল – যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহ্যিক রূপ হয়তো বদলেছে, তবে শতক পেরিয়ে গেলেও মোনালিসার চোখের আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি । সৌন্দর্য পিয়াসীর নজরে আরও একবার নজর কেড়েছে মোনালিসা । ইন্দোরের ষোড়শীর চোখের মায়ায় বুঁদ গোটা দেশ । সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই তিনি…আর তিনি । শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পারি দেওয়ার সুযোগ এসেছে তাঁর কাছে । ফিল্ম পাড়ার গুঞ্জন বলছে পুষ্পা ৩ – এ ( pushpa-3 )তাকেই নায়িকা হিসেবে প্রস্তাব দিতে বলেছেন স্বয়ং আল্লু অর্জুন ( actor alu arjun ) । আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের জন্য নাকি সত্যি তিনি ডাক পেয়েছেন । যদি সত্যিই এমনটা হয় তবে ভাগ্যের চাকা ঘুরে গেল মোনালিসার।

    মোনালিসার দিন যাপন

      এখনকার দিনে সমাজ মাধ্যমে ভাইরাল হতে কে বা না চায় । যদিও মোনালিসা সকলের নজরে আসার পর খানিকটা হলেও বিরক্ত বোধ করছেন । তার ক্ষেত্রে হয়তো এই প্রবাদ বাক্যটা প্রযোজ্য যে ‘ ছেড়া কেথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ‘ । হয়তো নিজেই বিশ্বাস করতে পারছেন না তিনি । কুম্ভ মেলায় প্রায় প্রত্যেক দিনই তাঁর দিকে তাক করে থাকতো প্রায় একডজন ক্যামেরা । অনুরাগীদের নানা আবদারে মালা বিক্রি তো লাটে উঠেছে । মেলা চত্বরে তাকে ঘিরে এত উত্তেজনা এত শোরগোল যে, ভয়ে মুখ ঢেকেছেন মাস্ক এ। এমনকি রাতারাতি তারকা বনে গিয়েছেন তিনি । উন্মুখ জনতার সেলফির আবদারে জেরবার তরুণীর ব্যবসা । এমনকি শেষমেশ মেলা ছেড়ে চলে যান তিনি । কুম্ভ মেলায় যেমন ভাইরাল হয়েছে আইআই টি বাবা এবং জটাধারী হর্ষ। তেমনই হঠাৎ এক মিষ্টি মুখ ও ধূসর চোখের ম্যাজিকে ভাইরাল হলেন মোনালিসা ভোঁসলে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী । যেখানে যাচ্ছি লোক আমার পেছন দৌড়াচ্ছে । মালা বিক্রি কমে গিয়েছে । এবছরের মেলা আমার সর্বনাশ করে দিলো ‘ । তবে ভাইরাল হওয়ার পর নিজের ইউ টিউব চ্যানেল ( youtube channel ) খুলেছেন তিনি । সেখানে লাখ লাখ লোকের আনাগোনা শুধু একবার তাকে দেখবে বলে । এখানেই শেষ নয় । সদ্য রুপটান করে নতুন সাজে হাজির তিনি । অবশ্য আবার শোনা যাচ্ছে, পরিবারিক পেশা ছেড়ে খুব শীঘ্রই রূপালী পর্দায় নিজেকে মেলে ধরবেন । হতে পারে কোনো ছোটো পর্দা বা আল্লু অর্জুনের পুষ্পা ৩ সিনেমায় ।

      শ্রীভাল্লীর চরিত্রে মোনালিসা?

        সুকুমার পরিচালিত পুষ্পা : দ্য রাইজ ( pushpa-the rise )পার্ট ওয়ান ছবিটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ১৭ ডিসেম্বর । পুষ্পা ২ : দ্য রুলস (puspa 2-the rules )মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৫ ডিসেম্বর । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ( actor allu arjun ) ও দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা 9 actress rashmika mandana ) । ছবিতে আল্লু অর্জুনের নাম পুষ্পা ও রশ্মিকার নাম শ্রীভাল্লি। পুরো ছবিটাই চন্দন কাঠ সাপ্লাই নিয়ে । একদিকে যেমন ছবিতে রয়েছে মার কাটারি অ্যাকশন , কমেডি ও তেমন অন্যদিকে রয়েছে রোমান্স । ছবির প্রথম পার্ট দর্শকদের মনে লেগেছিল । প্রথম ছবিতে আয় হয়েছিল ১৪৩৮ কোটি টাকা । আর দ্বিতীয় ভাগে আয় এখনো পর্যন্ত বেশি । “স্ত্রী ২” ছবির বক্স অফিস কালেকশনকে হাড় মানিয়ে গেছে “পুষ্পা ২” । এখনো পর্যন্ত আয় হয়েছে ১৮৩১ কোটি টাকা । পুষ্পা পার্ট ওয়ান এ আইটেম গানে ফেমাস হয়েছেন সামান্থা রুথ প্রভু । “পুষ্পা ২” এ সেই চরিত্রেও বদল এসেছে । সামান্থার পরিবর্তে শ্রীলালাকে নিয়ে আইটেম গান বানানো হয়েছে । তবে “পুষ্পা ২” এর প্রচারে গিয়ে ১দিন জেল খাটতে হয়েছে আল্লু অর্জুনকে । হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার এক ভক্তের । অবশ্য আল্লু অর্জুন সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য করেছিলেন । এই ঘটনাও কিন্তু সাড়া ফেলেছে নেট দুনিয়ায় । এখন দেখার “পুষ্পা ৩” এ নায়িকার চরিত্রে পরিবর্তন আসে কিনা ? রাষ্মিকার বদলে মোনালিসাকেই কি আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে? তবে ছবির গল্প কিন্তু নতুন এক মোড় নেবে! এই কথাটাও ভেবে ফেলেছেন সকলে ।

        Next Post

        তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব' । নেতাজি সুভাষ চন্দ্র বসু তোমাকে জানাই প্রণাম...

        Thu Jan 23 , 2025
        Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email সুভাষ এর জীবন কাহিনী  নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অপরিসীম। এদেশ তথা সারা বিশ্বের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে । নেতাজির বাণীগুলোর মধ্যে উল্লেখ যোগ্য কিছু বাণী হল,’ সত্যান্বেষণ না করা পর্যন্ত […]

        আপনার পছন্দের সংবাদ

        RCTV Sangbad

        24/7 TV Channel

        RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

        error: Content is protected !!