পুষ্পা ৩ – এ নায়িকার চরিত্রে মোনালিসা!

হিন্দিতে এক প্রবাদ বাক্য আছে ‘ পহেলে দর্শনধারী, ফির গুণ বিচারী’ । মানে হল একজনকে দেখলে ভালো হলেও চলবে, গুণ বিচার নয় পরেই হবে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ( social media viral )হয়েছে ধূসর চোখের এক মেয়ে । যার চোখ দেখলেই আকৃষ্ট হতেই হয় । তাঁর নাম মোনালিসা ভোঁসলে ( monalisa bhosle ) । বাবা মা ও তুতো ভাই বোনদের নিয়েই সংসার । তবে কখন যে কার ভাগ্যের চাকা বদলে যায় সেটা কেউ বলতে পারে না । ঠিক এমনই যেন হল এবার । উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় পাথরের মালা বিক্রি করতেন তিনি । মাহেশ থেকে প্রায় সাত – আটশো কিলোমিটার দূরে এলাহাবাদে মহাকুম্ভের মেলা। এভাবেই অর্থাৎ দিন আনে দিন খেয়ে সংসার চলত তাঁর। আর সেই তরুণী মালা বিক্রেতাকে নিয়ে উত্তাল ভারত ( india ) । ১৫০৩ সাল থেকে ২০২৫ সাল – যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহ্যিক রূপ হয়তো বদলেছে, তবে শতক পেরিয়ে গেলেও মোনালিসার চোখের আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি । সৌন্দর্য পিয়াসীর নজরে আরও একবার নজর কেড়েছে মোনালিসা । ইন্দোরের ষোড়শীর চোখের মায়ায় বুঁদ গোটা দেশ । সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই তিনি…আর তিনি । শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পারি দেওয়ার সুযোগ এসেছে তাঁর কাছে । ফিল্ম পাড়ার গুঞ্জন বলছে পুষ্পা ৩ – এ ( pushpa-3 )তাকেই নায়িকা হিসেবে প্রস্তাব দিতে বলেছেন স্বয়ং আল্লু অর্জুন ( actor alu arjun ) । আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের জন্য নাকি সত্যি তিনি ডাক পেয়েছেন । যদি সত্যিই এমনটা হয় তবে ভাগ্যের চাকা ঘুরে গেল মোনালিসার।
মোনালিসার দিন যাপন

এখনকার দিনে সমাজ মাধ্যমে ভাইরাল হতে কে বা না চায় । যদিও মোনালিসা সকলের নজরে আসার পর খানিকটা হলেও বিরক্ত বোধ করছেন । তার ক্ষেত্রে হয়তো এই প্রবাদ বাক্যটা প্রযোজ্য যে ‘ ছেড়া কেথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ‘ । হয়তো নিজেই বিশ্বাস করতে পারছেন না তিনি । কুম্ভ মেলায় প্রায় প্রত্যেক দিনই তাঁর দিকে তাক করে থাকতো প্রায় একডজন ক্যামেরা । অনুরাগীদের নানা আবদারে মালা বিক্রি তো লাটে উঠেছে । মেলা চত্বরে তাকে ঘিরে এত উত্তেজনা এত শোরগোল যে, ভয়ে মুখ ঢেকেছেন মাস্ক এ। এমনকি রাতারাতি তারকা বনে গিয়েছেন তিনি । উন্মুখ জনতার সেলফির আবদারে জেরবার তরুণীর ব্যবসা । এমনকি শেষমেশ মেলা ছেড়ে চলে যান তিনি । কুম্ভ মেলায় যেমন ভাইরাল হয়েছে আইআই টি বাবা এবং জটাধারী হর্ষ। তেমনই হঠাৎ এক মিষ্টি মুখ ও ধূসর চোখের ম্যাজিকে ভাইরাল হলেন মোনালিসা ভোঁসলে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী । যেখানে যাচ্ছি লোক আমার পেছন দৌড়াচ্ছে । মালা বিক্রি কমে গিয়েছে । এবছরের মেলা আমার সর্বনাশ করে দিলো ‘ । তবে ভাইরাল হওয়ার পর নিজের ইউ টিউব চ্যানেল ( youtube channel ) খুলেছেন তিনি । সেখানে লাখ লাখ লোকের আনাগোনা শুধু একবার তাকে দেখবে বলে । এখানেই শেষ নয় । সদ্য রুপটান করে নতুন সাজে হাজির তিনি । অবশ্য আবার শোনা যাচ্ছে, পরিবারিক পেশা ছেড়ে খুব শীঘ্রই রূপালী পর্দায় নিজেকে মেলে ধরবেন । হতে পারে কোনো ছোটো পর্দা বা আল্লু অর্জুনের পুষ্পা ৩ সিনেমায় ।
শ্রীভাল্লীর চরিত্রে মোনালিসা?

সুকুমার পরিচালিত পুষ্পা : দ্য রাইজ ( pushpa-the rise )পার্ট ওয়ান ছবিটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ১৭ ডিসেম্বর । পুষ্পা ২ : দ্য রুলস (puspa 2-the rules )মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৫ ডিসেম্বর । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ( actor allu arjun ) ও দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা 9 actress rashmika mandana ) । ছবিতে আল্লু অর্জুনের নাম পুষ্পা ও রশ্মিকার নাম শ্রীভাল্লি। পুরো ছবিটাই চন্দন কাঠ সাপ্লাই নিয়ে । একদিকে যেমন ছবিতে রয়েছে মার কাটারি অ্যাকশন , কমেডি ও তেমন অন্যদিকে রয়েছে রোমান্স । ছবির প্রথম পার্ট দর্শকদের মনে লেগেছিল । প্রথম ছবিতে আয় হয়েছিল ১৪৩৮ কোটি টাকা । আর দ্বিতীয় ভাগে আয় এখনো পর্যন্ত বেশি । “স্ত্রী ২” ছবির বক্স অফিস কালেকশনকে হাড় মানিয়ে গেছে “পুষ্পা ২” । এখনো পর্যন্ত আয় হয়েছে ১৮৩১ কোটি টাকা । পুষ্পা পার্ট ওয়ান এ আইটেম গানে ফেমাস হয়েছেন সামান্থা রুথ প্রভু । “পুষ্পা ২” এ সেই চরিত্রেও বদল এসেছে । সামান্থার পরিবর্তে শ্রীলালাকে নিয়ে আইটেম গান বানানো হয়েছে । তবে “পুষ্পা ২” এর প্রচারে গিয়ে ১দিন জেল খাটতে হয়েছে আল্লু অর্জুনকে । হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার এক ভক্তের । অবশ্য আল্লু অর্জুন সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য করেছিলেন । এই ঘটনাও কিন্তু সাড়া ফেলেছে নেট দুনিয়ায় । এখন দেখার “পুষ্পা ৩” এ নায়িকার চরিত্রে পরিবর্তন আসে কিনা ? রাষ্মিকার বদলে মোনালিসাকেই কি আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে? তবে ছবির গল্প কিন্তু নতুন এক মোড় নেবে! এই কথাটাও ভেবে ফেলেছেন সকলে ।