নিউজ ডেস্ক, ৩০ আগস্ট : বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই ভাঙন অব্যাহত পদ্ম শিবিরে। এবারে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন বিজেপি বিধায়ক। সোমবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।
তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তন্ময়। তিনি এদিন বলেন, বাংলায় ভোটে হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি কার্যত বাঙালি বিরোধী দল বলেও দাবি করেন তিনি। তন্ময়ের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে বাংলাকে ভয় দেখানো হচ্ছে, বাঙালির অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।এদিন তিনি আরো বলেন, মমতা বন্দোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্বাস্থ্যসাথী-র মতো প্রকল্প এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূলে এলাম। আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিষ্ণুপুরের উন্নয়ন করবো।একুশের নির্বাচনের ফলাফলে দেখা যায়, ডলব ইঞ্জিন সরকারের স্বপ্ন বিভোর হননি বাংলার মানুষ। তবে বরং বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখেন রাজ্যবাসী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ৭৭ আসন পায় বিজেপি।উল্লেখ্য, এরপর বিধায়ক পদ ছাড়েন দু’জন। পদত্যাগ করেন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। সাংসদ পদেই বহাল থাকেন তাঁরা। সুতরাং অঙ্ক দাঁড়ায় ৭৫–এ। তারপর মুকুল রায় ছেড়ে দেওয়ায় তা ৭৪–এ নেমে যায়। এবার তন্ময় ঘোষ ছেড়ে দেওয়ায় সংখ্যাটা নেমে দাঁড়াল ৭৩–এ। একে একে বিধায়ক ও কর্মী সংখ্যা কমতে থাকায় পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব রীতিমতো উদ্বিগ্ন বলেই মত ওয়াকিবহাল মহলের।