Advertisements

নিউজ ডেস্ক, ২৯ আগস্ট : ফের দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল পর্যটকের। জানা যায়, শনিবার বন্ধুদের সঙ্গে দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে যান নদীয়ার ওই যুবক।
প্রায় এক দিন পেরিয়ে যাওয়ার পর রবিবার তাঁর দেহ উদ্ধার হল ওড়িশার সমুদ্রতট থেকে। ময়নাতদন্তের পর যুবকের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রের খবর, শনিবার বন্ধুদের সঙ্গে দিঘায় আসেন নদিয়ার বাসিন্দা প্রীতম সাধুখাঁ, বয়স ২৩. বিকেল ৫টা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সকলে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। রাত পর্যন্ত সন্ধান না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই যুবকের বন্ধুরা। রবিবার সকালে ওড়িশার উদয়পুর ঘাট থেকে উদ্ধার হয় নদিয়ার যুবকের দেহ।
