করোনা আবহে নানা বিধিনিষেধ সংসদে, সোমবার শুরু হচ্ছে বাদল অধিবেশন

ডিজিটাল ডেস্ক  :  করোনা আবহে বাতিল হল এবারের সর্বদল বৈঠক। সোমবার থেকে শুরু হচ্ছে এবারের বাদল অধিবেশন। কিন্তু তার আগে প্রথা মেনে এবছর সর্বদল বৈঠক করছেন না লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। গত দু’দশকে এমন ঘটনা ঘটেনি বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

রবিবার স্পিকার সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বাদল অধিবেশনের সম্ভাব্য আলোচ্য বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে সংসদ সচিবালয় সূত্রে। এমনিতেই করোনা সংক্রমণের কারণে পিছিয়ে গিয়েছে এবার সংসদের বাদল অধিবেশন। কমেছে অধিবেশনের মেয়াদও। পাশাপাশি সংক্রমণ রুখতে নানা বিধিনিষেধ জারি হয়েছে সংসদ ভবনে। দিন বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে সরকারের প্রস্তাব মেনে প্রশ্নোত্তর পর্ব বাতিল এবং জিরো আওয়ার ছাঁটাইয়ের সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর। সংসদীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৩টি বিল এ বার বাদল অধিবেশনে পেশ করার জন্য তালিকাভুক্ত হয়েছে।

যদিও ইতিমধ্যেই প্রশ্নোত্তর পর্ব বাতিলের প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা।যদিও এবার আলাদা আলাদা সময়ে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন হবে। লোকসভার অধিবেশন হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা। অন্য দিনগুলিতে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা। রাজ্যসভার অধিবেশন প্রথম দিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা এবং পরবর্তী দিনগুলিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসবে। অধিবেশনের সময় যে সব সাংবাদিক এবং সংবাদমাধ্যম কর্মী সংসদ ভবন চত্বরে হাজির থাকবেন, ইতিমধ্যেই তাঁদের কোভিড টেস্ট করানো হয়েছে।

তবে সেন্ট্রাল হলে সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ। সংক্রমণ এড়াতে বেশির ভাগ নথিই ডিজিটাল মাধ্যমে রাখা হচ্ছে। সাংসদেরা ভবনের দু’টি কক্ষেই ছড়িয়ে-ছিটিয়ে বসবেন।ক্যান্টিনে রান্না বন্ধ রাখা হবে। পরিবর্তে প্যাকেটে খাবার সরবরাহ করা হবে।

Next Post

করোনামুক্ত রোগীদের জন্য গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্র

Sun Sep 13 , 2020
ডিজিটাল ডেস্ক :  করোনা ভারতে ছড়িয়ে পড়তেই নানান সাবধানবাণী ছড়িয়ে পড়েছিলো সোস্যাল মিডিয়া জুড়ে।কি করতে হবে এবং কি করতে হবে না দিন-রাত তা ভেবেই পাচ্ছিলেন না আম আদমি। এবারে করোনা থেকে সেরে ওঠা রোগীদের সুস্থ থাকতে এমনই পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। রবিবার করোনা পরবর্তী বিধি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে […]

আপনার পছন্দের সংবাদ